ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
মৌলভীবাজারে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব শুরু মৌলভীবাজারে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব শুরু-ছবি: বাংলানিউজ

মৌলভীবাজারে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন শুরু হয়েছে।

মৌলভীবাজার: মৌলভীবাজারে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিনহা।

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সম্মেলনের  আয়োজন করে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-ভারতের ত্রিপুরার বাণিজ্য, শিক্ষা, শিল্প ও আইনমন্ত্রী শ্রী তপন চক্রবর্তী, কলকাতার পশ্চিমবঙ্গের সমবায়মন্ত্রী শ্রী অরূপ রায়, মণিপুরের বাণিজ্যমন্ত্রী শ্রী কন্তুজাম কবিন্দাস, ঢাকার ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।