ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় ইউএনও পার্কে সৌন্দর্যবর্ধক সেতু উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বাগাতিপাড়ায় ইউএনও পার্কে সৌন্দর্যবর্ধক সেতু উদ্বোধন বাগাতিপাড়ায় ইউএনও পার্কে সৌন্দর্যবর্ধক সেতু উদ্বোধন-ছবি: বাংলানিউজ

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ সংলগ্ন বড়াল নদের পাড় ঘেঁষে সম্প্রতি নির্মিত ইউএনও পার্কে সৌন্দর্যবর্ধক শহীদ মমতাজ উদ্দিন সেতুর উদ্বোধন করা হয়েছে।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ সংলগ্ন বড়াল নদের পাড় ঘেঁষে সম্প্রতি নির্মিত ইউএনও পার্কে সৌন্দর্যবর্ধক শহীদ মমতাজ উদ্দিন সেতুর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমদ এ সেতুর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, জেলা জাতীয় পার্টির (জাপা) সহ সভাপতি আশরাফুল আলম খান ডাবলু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউনুস আলী ও উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান প্রমুখ।

ইউএনও খোন্দকার ফরহাদ আহমদ বাংলানিউজকে জানান, বাগাতিপাড়া-লালপুর আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শহীদ মমতাজ উদ্দিনের নামানুসারে সেতুটির নামকরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।