ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় প্রাথমিকে পাসের হার ৯৯.০৬, ইবতেদায়ীতে ৯৭.৩১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
কুমিল্লায় প্রাথমিকে পাসের হার ৯৯.০৬, ইবতেদায়ীতে ৯৭.৩১

কুমিল্লা জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ০৬ শতাংশ এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

কুমিল্লা: কুমিল্লা জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ০৬ শতাংশ এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

জেলার ১৬টি উপজেলায় ১ লাখ ২০ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৪৭ জন। জেলায় সর্বোচ্চ পাসের হার বুড়িচং উপজেলায় ৯৯ দশমিক ৯৫ শতাংশ আর সর্বনিম্ন লাকসাম উপজেলায় পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় কুমিল্লা জেলায় পাসের হার ৯৭ দশমিক ৩১ শতাংশ। জেলার ১৬টি উপজেলায় ১৫ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩২৮ জন। জেলায় সর্বোচ্চ পাসের হার আদর্শ সদর উপজেলায় ৯৮ দশমিক ৭৪ শতাংশ আর সর্বনিম্ন দাউদকান্দি উপজেলায় পাসের হার ৯৪ দশমিক ০৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।