ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসচাপায় বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
রাজধানীতে বাসচাপায় বৃদ্ধ নিহত

রাজধানীতে যাত্রীবাহী বাসচাপায় মো. রফিক (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

ঢাকা: রাজধানীতে যাত্রীবাহী বাসচাপায় মো. রফিক (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

আহতদের মধ্যে রয়েছেন- নিহত রফিকের জামাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিট্রার মো. মফিজুল ইসলাম ডাবলু।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় শেরে বাংলা উড়োজাহাজ ক্রসিং এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক বাবুল মিয়া বাংলানিউজকে জানান, ঢাবি থেকে সিএনজি চালিত অটোরিকশায় শ্বশুর রফিককে নিয়ে গাবতলী যাচ্ছিলেন ডাবলু। এ সময় শেরে বাংলা উড়োজাহাজ ক্রসিং এর সামনে গেলে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ তিনজনই আহত হন। আহতদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক মো. রফিককে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এজেডএস/পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।