ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
ধুনটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা থেকে অপহরণের ১৯ দিন পরে জিম্মি স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুনানি শেষে রোববার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গ্রেফতার অপহরণ মামলার প্রধান আসামি আফিজার রহমানকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) রাতে শেরপুর-ধুনট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আফিজ‍ার উপজেলার নিমগাছি গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নিমগাছি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রায় ৬ মাস ধরে উত্ত্যক্ত একই গ্রামের আব্দুল জলিলের ছেলে আফিজার রহমান। ওই ছাত্রীর অভিভাবকরা অভিযোগ জানালে ক্ষুব্ধ হয়ে গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তা থেকে ওই ছাত্রীকে অপহরণ করে আফিজার ও তার সহযোগিরা।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় আফিজার রহমানসহ পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মেডিকেল চেকআপ’র জন্য অপহৃত স্কুলছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।