ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
কেরানীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কেরানীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়-ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের বাক্তার চর গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে। গ্রন্থ বিলাস গণগ্রন্থাগারের আয়োজনে ও উপজেলার বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এ রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে।

রোববার (১ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

স্বেচ্ছাসেবক হানিফ ও মামুন বাংলানিউজকে জানান, দুপুর ১২টা পর্যন্ত ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

গ্রন্থ বিলাসের সভাপতি রাশেদ আলম বাংলানিউজকে বলেন, শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবার রক্ত পরীক্ষা করা হচ্ছে এবং তাদের ডাটা এন্ট্রি করে রাখা হচ্ছে। আমরা স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করি।
 
এসময় উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সনেট মাহমুদ, পিয়ারলেস ইয়ুথ ক্ল্যাবের সভাপতি সায়মন চৌধুরী, ইউসুফ আলী ব্যাপারি ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুর রহমান, তমাল ইমরান বিল্লাহ, গ্রন্থ বিলাস গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাদ্দাম, রিজভী, তানভীর, অমিত ও সাদ্দাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।