ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

তিন বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫৭২৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
তিন বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫৭২৯ সংবাদ সম্মেলন/ছবি- আনোয়ার হোসেন রানা

ঢাকা: গত তিন বছরে সড়ক দুর্ঘটনায় ১৫ হাজার ৭২৯ জন নিহত হয়েছেন।এ তথ্য জানিয়েছেন নিরাপদ সড়ক চাই(নিসচা) আন্দোলনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

রোববার (০১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ হাজার ৭২৯ জন।

এর মধ্যে ২০১৪ সালে ছয় হাজার ৫৮২ জন, ২০১৫ সালে পাঁচ হাজার তিনজন ও ২০১৬ সালে চার হাজার ১৪৪ জন। ২০১৬ সালের জুন মাসেই সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩৭১ জন।

সংগঠনটির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশে জনগণের তুলনায় সড়ক ও পরিবহন ব্যবস্থা যথোপযুক্ত নয়।

যার জন্য প্রতিনিয়ত ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ঘর থেকে বের হলেই বা খবরের পাতা উল্টালেই চমকে উঠতে হয় সড়ক দুর্ঘটনার খবর পড়ে। অশিক্ষিত চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তার অপর্যাপ্ততা, আইন ও তার প্রয়োগ না হওয়া সড়ক দুর্ঘটনার মূল কারণ বলে চিহ্নিত করা যায়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা,  জানুয়ারি ০১, ২০১৭

ইউএম/এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।