ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাসিকের ঘোষণায় অবশেষে ব্যাটারিচালিত রিকশা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
রাসিকের ঘোষণায় অবশেষে ব্যাটারিচালিত রিকশা বন্ধ প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ/ ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ঘোষণায় অবশেষে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হয়েছে। রোববার (০১ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়নি।

তবে বিভিন্ন এলাকার ভেতরে এবং সংযোগ সড়কগুলোতে ব্যাটারিচালিত কিছু অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এগুলো পুরোপুরি বন্ধ করতে অভিযানও পরিচালনা করছে রাসিক।

এ অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে।

রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম বাংলানিউজকে জানিয়েছেন, আপাতত প্রধান সড়কগুলোতে অভিযান চলছে। পরে এলাকা ভিত্তিক অভিযান শুরু হবে। কারণ, এজন্য তাদের তিনমাস সময় দেওয়া হয়েছিল। ওই সময় বলা হয়েছিল, ০১ জানুয়ারি থেকে কোনোভাবেই ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আর মহানগর এলাকায় চলতে দেওয়া হবে না।

এর আগে রাজশাহী মহানগরীতে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছিল ব্যাটারিচালিত অটোরিকশা। এসবের বাড়তি চাপ সামলাতে অসহায় হয়ে পড়েছিল ট্রাফিক পুলিশ। প্রধান সড়কগুলোতে যানজট ছাড়াও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল ঝুঁকিপূর্ণ এ অটোরিকশা। কোনো নিয়ম ছাড়াই ১৫ হাজারেরও বেশি ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরীর রাস্তায় চলাচল করছিল।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসএস/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।