ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

গাইবান্ধা: আততায়ীর গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ার প্রতিবাদে রোববার (১ জানুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুন্দরগঞ্জে হরতাল পালিত হয়েছে।

হরতাল চলাকালে দু’টি ট্রেন অবরোধ, রেললাইন, পাকা সড়কে গাছ, ইট ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। তবে কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শনিবার মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জ পৌর এলাকায় রোববার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয় উপজলো আওয়ামী লীগ।

এদিকে হরতাল চলাকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেল স্টেশনে আটকা পড়া দু’টি ট্রেনের মধ্যে সান্তাহারের উদ্দেশ্যে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি (২০ ডাউন) বামনডাঙ্গা স্টেশন থেকে বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাট স্টেশনে ফিরে যায়। তবে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটির গন্তব্যস্থল লালমনিরহাটের উদ্দেশ্যে চলে যায়। বর্তমানে গাইবান্ধার সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


এর আগে হরতালের কারণে বিক্ষুদ্ধ এলাকাবাসী সকাল ৮টায় লোকাল ট্রেন (২০ ডাউর) ও দুপুর ১২টার দিকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা রেল স্টেশনে আটকে রাখে। এসময় ট্রেন দু’টি আটকে রেখে বিক্ষুদ্ধ এলাকাবাসী বিক্ষোভ করে। এতে গাইবান্ধা রুটের চলাচলকারী শতশত যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েন।

এছাড়া দিনভর হরতালে গাইবান্ধা-বামনডাঙ্গা রেল রুট, বামনডাঙ্গা-নলডাঙ্গা পাকা সড়ক, লক্ষীপুর-গাইবান্ধা পাকা সড়কের বালারছিরা নামক এলাকাসহ বেশ কয়েক জায়গায় ইট, গাছ ফেলে, টায়ারা জ্বালিয়ে কয়েক দফায় বিক্ষোভ করা হয়। এ কারণে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হরতাল শেষে সন্ধ্যা ৬টার পর বামনডাঙ্গা এলাকার সব হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নারী-পুরুষ লাঠি নিয়ে বিক্ষোভ করে।

বামনডাঙ্গা রেল স্টেশন মাস্টার হাইউল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটকে পড়া ট্রেন দু’টি ছেড়ে যাওয়ায় গাইবান্ধা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে বামনডাঙ্গা রেল স্টেশনে ট্রেন আটকা পড়ার ঘটনায় কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।    

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল জোরদার ছিলো।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন মঞ্জুরুল ইসলাম লিটন এমপি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।