ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
রাজধানীতে ফেনসিডিলসহ আটক ২ আটককৃত দুই হাজার আটশ’ ৫০ বোতল ফেনসিডিল/ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীর তুরাগ থানা থেকে দুই হাজার আটশ’ ৫০ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।

আটক দু’জন হলেন হারুন-নুর-রশিদ (৪৬) ও সাদ্দাম হোসেন (২৪)।

ডিসি মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার আটশ’ ৫০বোতল ফেনসিডিলসহ ওই দু’জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে বলেও জানান ডিসি মাসুদুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭

এসজেএ/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।