ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অভিনেতা এ আর মন্টু গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
অভিনেতা এ আর মন্টু গ্রেফতার

আশুলিয়া, সাভার: সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় অভিনেতা এ আর মন্টুকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ জানুয়ারি) ভোরে ঢাকার উত্তরা নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার মাহবুবর রহমান বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

আশুলিয়ায় শ্রমিকদের উষ্কানি দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টায় সাবেক সংসদ সদস্য, সাভার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অভিনেতা এ আর মন্টুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ৮৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।