ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা বাস্তবায়ন দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
বগুড়ায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা বাস্তবায়ন দাবি বগুড়া ছাত্র ফ্রন্টের মিছিল/ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা বাস্তবায়নের দাবি জানিয়ে মিছিল করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সোমবার (২ জানুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।

সকালে শহরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


 
সমাবেশে জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মন, সাধারণ সম্পাদক মুসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয়, ছাত্রফ্রন্ট নেতা ওসমান গণি মুন, আব্দুল মোমিন, রফিকুল ইসলাম, মুক্তা আকতার মীম, শহিদুল ইসলাম, বিকাশ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, এ জেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণ সময়ের দাবি। শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না।

অবিলম্বে বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।