ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
নারায়ণগঞ্জে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল মালেক (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) দুপুরে পৌনে ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের ফতুল্লা শিবু ‍মার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।

শিবুমার্কেট এলাকার শাহজালাল রি-রোলিং মিলের শ্রমিক আব্দুল মালেক ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিরজা নগরের মৃত আবুল হোসেনের ছেলে।

তিনি স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে ফতুল্লার লামাপাড়া পিঠালিপুল এলাকার আবুল মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম বাংলানিজকে বলেন, দুপুরে শিবু মার্কেটের চার রাস্তার মোড়ে রাস্তা পার হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী উৎসব পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-১৫২৯) একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে আব্দুল মালেকের মৃত্যু হয়।

মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসসহ চালক মো. ইসমাইলকে (২৮) আটক করা হয়েছে বলেও জানান এসআই মোজাহারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।