ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় কোটি টাকার মাদক ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় কোটি টাকার মাদক ধ্বংস

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদক একাধিক মাদক মামলার আলামত।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আদালতপাড়ায় কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদক একাধিক মাদক মামলার আলামত।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন এর উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে বুলডোজার দিয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, দেশি-বিদেশি মদ, ইয়াবা, গাজা, হেরোইন ও বিয়ার। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমাম, মাহমুদুল হাসান, উপ পরিদর্শক শওকত হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।