ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাদিম হোসেন (৯) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কাভার্ডভ্যানের হেলপার।  

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাদিম জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকার আলমগীর মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক বাংলানিউজকে জানান, সকালে নাদিম তার বাবা আলমগীর মিয়া (কাভার্ডভ্যান চালক) ও চাচাতো ভাইয়ের (হেলপার) সঙ্গে কাভার্ডভ্যানে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় তাদের কাভার্ডভ্যানটি একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই নাদিম মারা যায়। এসময় আহত হয় কাভার্ডভ্যানের হেলপার ও চালক আলমগীরের ভাতিজা ইমন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাদিমের মরদেহ ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।