ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নাসিকের মেয়র, কাউন্সিলরের শপথ বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
নাসিকের মেয়র, কাউন্সিলরের শপথ বৃহস্পতিবার

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করানো হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

শেখ হাসিনা শপথবাক্য পাঠ করাবেন মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন।

গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশন নাম ঠিকানাসহ নবনির্বাচিতদের গেজেট প্রকাশ করে। এছাড়া ২২ ডিসেম্বর নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।