ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
ঝিনাইদহে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ঝিনাইদহে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহ: শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, এমপিও (মাসিক পে অর্ডার) ভুক্তকরণ ও বার্ষিক পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন নন এমপিও শিক্ষকরা।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সদর উপজেলার কয়েকশ’ শিক্ষক  অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মনির হোসেন মুকুল। পরিচালনায় ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাবদুল হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি জয়া রানী চন্দ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, উপদেষ্টা এস এম আবু বকর প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।