ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে ১০ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
শেরপুরে ১০ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় কলা বোঝাই ট্রাক থেকে ১০ কেজি গাঁজাসহ চালক শহিদুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড় এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক শহিদুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারপাড়ার আকতার হোসেনের ছেলে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কলাবোঝাই ট্রাকটি কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি উক্ত স্থানে থামানো হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে কলার ভেতর কৌশলে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি চালকসহ ট্রাকটি আটক করা হয়।

এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বেলা ৩টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমবিএইচ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।