ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নির্দিষ্ট নীতিমালার দাবিতে ফারিয়া’র মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
নির্দিষ্ট নীতিমালার দাবিতে ফারিয়া’র মানববন্ধন মানববন্ধন-ছবি-বাংলানিউজ

লক্ষ্মীপুর: ওষুধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা। 

রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফারিয়া কমলনগর শাখার আয়োজনে হাজিরহাট বাজারে এ মানববন্ধন করা হয়।  

এসময় বক্তব্য দেন-ফারিয়া কমলনগর শাখার সভাপতি মো. রাসেল পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও সাবেক সভাপতি মো. ইলিয়াস হোসেন প্রমুখ।

 

মানববন্ধনের বক্তারা শুক্রবারসহ সব সরকারি বন্ধের দিন ছুটি, বৈষম্য দূর করে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো ও সরকারি সব সুযোগ-সুবিধার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।