ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুষ্টি উন্নয়ন প্রকল্পের (কারিতাস) আয়োজনে ও ইউএসএআইডি সহযোগিতায় দিবসটি পালিত হয়।

কারিতাসের ক্লাস্টার ম্যানেজার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার রেজাউল করিম।  

সভায় বক্তব্য রাখেন- ফিল্ড অফিসার নাজমা পারভিন, বিপ্লব, জাকির হোসেন ও মা মণি উপজেলা ম্যানজার ফজলুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।