ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের মানববন্ধন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

মৌলভীবাজার: সরকারি নতুন বেতন স্কেলের আওতায় ৭ম গ্রেড অনুযায়ী বেতনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন (ফাবিয়া)।

রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজারে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন জেলায় কর্মরত অ্যাসোসিয়েশনের কর্মচারীরা।  

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের (ফাবিয়া) সভাপতি রববুল্লাহ্ বারী, তাপস কুমার ধর, বাবলু আহমদ, মো. হাছান, প্রসেনজিৎ দত্ত, কামরূল হাসান, মিজানুর রহমানসহ প্রমুখ।

উত্থাপিত ৫ দফার দাবী হলো: সরকারি নতুন বেতন স্কেলের আওতায় ৭ম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা, ফাবিয়াকে সরকার কর্তৃক স্বীকৃতি ও সাপ্তাহিক ছুটিসহ সকল ছুটি ভোগের সুবিধা।

বাংলাদেশ সময়: ১৪০৪, অক্টোবর ১৫, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।