ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে জুব্বার মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জুব্বার জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার মোসলেম উদ্দিনের সন্তান।

বর্তমানে তিনি কারওয়ান বাজার এলাকায় থাকতেন। তিনি রিকশা ও সাইকেল মেরামতের কাজ করতেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই)  মো. রেজাউল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের  জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলঅদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।