ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ৩৫০ কেজি মা ইলিশ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
লৌহজংয়ে ৩৫০ কেজি মা ইলিশ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার এলাকার বিভিন্ন বাজার, আড়তগুলোতে অভিযান চালিয়ে ৩৫০ কেজি মা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।

রোববার (১৫ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বাংলানিউজকে বলেন, কনকসার এলাকার বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করি।

এসময় ৩৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি এবং পরিবহন করছিল জেলে ও ব্যবসায়ীরা। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন-সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা, মৎস্য অফিসের অফিস সহকারী সেলিম ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।