রোববার (১৫ অক্টোবর) সকালে সুন্দরবনের জোংড়ার খাল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বাগেরহাট জেলার রামপাল উপজেলার রমজাইপুর গ্রামের মো. মাহমুদ সরদারের ছেলে মো. রিপন সরদার ওরফে দুধ রিপন (৩৫) এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চুনকুগি গ্রামের মো. আব্দুল গাজীর ছেলে মো. আবু সাঈদ গাজী (৩২)।
র্যাব-আট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুজ্জামান দুপুর ২টায় বাংলানিউজকে জানান, আটক রিপন এবং আবু সাঈদ সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনী ‘মাছ মামুন বাহিনী’র সদস্য। সকালে তারা বনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআই