শনিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পৌর শহরের টিএন্ডটি পাড়ায় এ ঘটনা ঘটে। পরে রোববার (১৫ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বাংলানিউজকে জানান, রাতে গুরুতর আহত অবস্থায় তাকমিনাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুটি রহস্যজনক। তাই এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
টিএ