ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে নীতিমালা প্রণয়নের দাবিতে ফারিয়া’র মানববন্ধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
মধুপুরে নীতিমালা প্রণয়নের দাবিতে ফারিয়া’র মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): চাকরির ‘সুনির্দিষ্ট নীতিমালা’ প্রণয়নের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মধুপুর শাখা।

রোববার (১৫ অক্টোরব) সকাল সাড়ে ১০টায় জামালপুর সড়কের মধুপুর উপজেলা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই বন্ধ, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরিসহ ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- মধুপুর শাখার সভাপতি খন্দকার মনিরুল ইসলাম লাবু, সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্টরা দাবি মেনে না নিলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোম্পানির ঔষধ সরবরাহ বন্ধসহ কর্মবিরতি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।