ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বাহামা যাচ্ছেন আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বাহামা যাচ্ছেন আইনমন্ত্রী

ঢাকা: কমনওয়েলথভুক্ত দেশসমূহের আইনমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বাহামার রাজধানী নাসাউ যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে যোগ দিতে রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি।  

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়া এবং এ সংক্রান্ত আলোচনা-সমালোচনার জবাব দিতে বেলা সাড়ে ১১টায় আইনমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর এ তথ্য জানানো হয়েছে।

 

গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি।
 
বাহামার ওই সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের আইনমন্ত্রী, অ্যার্টনি জেনারেল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
 
‘স্ট্রেংদেনিং দ্য রুল অব ল থ্রো টেকনোলজি’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশে বিচার বিভাগে ই-জুডিসিয়ারি বিষয়ক কার্যক্রমসহ আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অবস্থান তুলে ধরবেন আইনমন্ত্রী।  
 
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।