ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা  ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা 

ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ মো. বেলায়েত হোসেন, তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বিভিন্ন বিভাগের আওতাধীন উন্নয়ন কাজসমূহ সঠিক সময়ে শেষ করার নির্দেশ দেন।

একই সঙ্গে এসব কাজের গুণগত মান বজায় রাখতেও গুরুত্বারোপ করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।