দণ্ডপ্রাপ্ত কামালের বাড়ি নেত্রকোনা জেলার বালিজুড়ি গ্রামে।
২০০৫ সালের ১৭ আগস্টের ওই বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় রোববার (১৫ অক্টোবর) দুপুরে এ রায় দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলামের আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম আজাদুর রহমান বাংলানিউজকে জানান, সারাদেশে সিরিজ বোমা হামলার দিনে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় মধুবন হোটেলের সামনে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলাটি হয় চারজনের বিরুদ্ধে। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জঙ্গি কামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারে ৫টি মামলা হয়েছিলো। এর মধ্যে রোববার দ্বিতীয় মামলার রায় দিয়েছেন আদালত। অন্য তিনটি মামলার বিচারিক কার্যক্রম চলমান।
বাংলাদেশ সময়: ১৫৩০ অক্টোবর ১৫, ২০১৭
ওএইচ/এএসআর