ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: ‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার’ এই স্লোগানে কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর।

সকালে পুরাতন স্টেডিয়াম থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি শিশু বালিকা সদনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার’ এর ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অধ্যক্ষ গোলসান আরা, অ্যাডভোকেট আল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিথিরা সাদাছড়ি বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।