রোববার (১৫ অক্টোবর) এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর।
সকালে পুরাতন স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করা হয়।
‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার’ এর ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অধ্যক্ষ গোলসান আরা, অ্যাডভোকেট আল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে অতিথিরা সাদাছড়ি বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
টিএ