রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বুদ্ধিস্ট জার্নাল অ্যান্ড অনলাইন মিডিয়া ফোরাম’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে দেশের সিনিয়র সাংবাদিকরা এসব কথা বলেন।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গণমাধ্যমের ভূমিকা: প্রেক্ষিত, রোহিঙ্গা সংকট’ শীর্ষক এ বৈঠকে সভাপতিত্ব করেন সৌগতের সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দি, একাত্তর টিভির নিউজ অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, জনকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক স্বদেশ রায়, সমকালের সহ-সম্পাদক অজয় দাশগুপ্ত, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যুটা বেশ পুরানো সমস্যা। এই ইস্যু কেন্দ্রিক কাজগুলোকে ধারাবাহিক রাখা হলে সবার নজরে থাকতো বিষয়টার উপর। তাহলে মিয়ানমার এখন এ ধরনের কাজ করার সাহস দেখাতে পারতো না।
‘কিন্তু এখনও এ ঘটনার গভীরে কোনো কাজ হচ্ছে না। শুধু ইভেন্ট আকারে ভালো ভালো নিউজ করা হচ্ছে। এর আলোকে করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। ’
সাংবাদিক নেতারা বলেন, এই কাজটা করতে গেলেও আমাদের এ বিষয়ে আরও ভালো দখল থাকা প্রয়োজন। দক্ষতার সঙ্গে জ্ঞানার্জনের মাধ্যমে কাজ করলে এর মান অত্যন্ত ভালো হবে। আর এই ভালো কাজের সংখ্যা আমরা খুবই কম দেখছি।
বিভিন্ন প্রতিবেদন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বক্তব্যের কথা উল্লেখ করে বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যুটি কোনো ধর্মীয় ইস্যু নয়। এটি একটি অঞ্চলকেন্দ্রিক ইস্যু। স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সে দেশের সরকার ক্রমাগত ওই অঞ্চলের মানুষদের অন্যত্র বিতাড়িত করছে।
‘তাদের বাংলাদেশে আসতে বাধ্য করা হচ্ছে। মূলত এ কারণেই সমস্যার সৃষ্টি। এটা কোনো ধর্মীয় সংঘাতের ফলাফল নয়। ’
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমএএম/এমএ