ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় ৪ সন্দেহভাজন ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আলমডাঙ্গায় ৪ সন্দেহভাজন ডাকাত আটক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু মাঠে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পাইকপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে হারুন অর রশিদ (২৫), একই গ্রামের বাবু মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৩০), বকশীপুরের হাফিজ উদ্দিনের ছেলে কামাল (২৭) ও বাদেমাজু গ্রামের আহসান আলীর ছেলে সাইদুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, শনিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বাদেমাজু গ্রামের মাঠ থেকে একদল ডাকাত গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা নিয়ে যায়। এসময় ডাকাতদল ছয় গরু ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন চারজনকে আটক করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।