রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার সোশেল চাকমা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, যুগ্ম সম্পাদক ঝুলন দত্তসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদালয়ের শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সমবেত জারি গানে কাপ্তাই নৌ বাহিনী স্কুল, সমবেত নৃত্যে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জ্ঞান জিজ্ঞাসায় নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং উপস্থিত বিতর্ক প্রতিযোগিতায় নৌ বাহিনী স্কুল চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে যাবার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, ইসলামী মিশনের প্রোগাম অফিসার মিজানুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, যুগ্ম সম্পাদক ঝুলন দত্ত, বেতার শিল্পী রওশন শরীফ তানি এবং নৃত্য শিল্পী জবা তঞ্চাঙ্গ্যা।
প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অতিথিরা সনদপত্র বিতরণ করেন। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরবি/