ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিয়াল্লিশহরের মল্লিকা সিএনজি পাম্পের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, দুপুরে মল্লিকা সিনএনজি পাম্পের পাশে একটি পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ‍আরো জানান, ছেলেটি শনিবার সারাদিন ওই এলাকায় ঘোরাফেরা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ভবঘুরে হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।