ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় দম্পতি হত্যা মামলায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
নেত্রকোনায় দম্পতি হত্যা মামলায় গ্রেফতার ২

নেত্রকোনা: নেত্রকোনার সাতপাই এলাকায় এক দম্পতি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) ভোরে পৌর শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

তবে তারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে।

এরআগে, শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের রামকৃষ্ণ মিশন রুট এলাকার নিজ বাসা থেকে মিহির কান্তি বিশ্বাস (৭০) ও তার স্ত্রী তুলিকা বিশ্বাসের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের ছেলে সুমন ওইদিন রাতে নেত্রকোনা মডেল থানায় ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

**নেত্রকোনায় দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
** নেত্রকোনায় দম্পতির মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।