ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

যশোর: যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বিষ্টু বিশ্বাস (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে। বিষ্টু বিশ্বাস উপজেলার চান্দা গ্রামের মৃত হরিপদ বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী কামাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে নিজের কাঁচামালের দোকানে থাকা টেবিল ফ্যানের বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বিষ্টু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রাশেদ রাব্বি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।