রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে। বিষ্টু বিশ্বাস উপজেলার চান্দা গ্রামের মৃত হরিপদ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী কামাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে নিজের কাঁচামালের দোকানে থাকা টেবিল ফ্যানের বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বিষ্টু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রাশেদ রাব্বি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ইউজি/ওএইচ/