ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে ৩ শ্রমিক আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
রাজধানীতে ভবন থেকে পড়ে ৩ শ্রমিক আহত

ঢাকা: রাজধানীর খিলগাঁও চৌরাস্তা এলাকায় একটি নির্মানাধীন ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। রোববার(১৫ অক্টোবর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে ঢামেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নরু মিয়া (২০) আবু হুরাইরা (১৮) ও সাদ্দাম হোসেন  (২২)।  

আহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

তারা ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।  

তাদের সহকর্মী নাসির মিয়া জানান,  খিলগাঁও চৌরাস্তা এলাকায় একটি নির্মানাধীন ভবনে ৬ তলায় লিফটের ফাঁকা জায়গায় মাচা বেধে কাজ করার সময় মাচান ভেঙ্গে তার নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাদের উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।  

হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের অবস্থা গুরুতর।  তারা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এজেডএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।