রোববার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
রাজিব উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের পরশ দেবের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন রাজিব। পথে আদিত্যপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় রাজিবকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর চালক পিকআপ ভ্যান ফেলে পালিয়ে গেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআই