ঢাকায় পোড়ানো হলো ৩৫ কোটি টাকার কারেন্ট জাল। ছবি: বাংলানিউজ
নারায়ণগঞ্জ: পুরান ঢাকার চকবাজারের চক মোগলটুলী ও ছোট কাঠরা এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৭৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এর আনুমানিক মূল্য ৩৫ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (১৫ অক্টোবর) কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোস্টগার্ড পাগলা স্টেশনের টিম লিডার লেফটেন্যান্ট সাখাওয়াত কবির ও সাব-লেফটেন্যান্ট এমএম আসিফের নেতৃত্বে ভোরে চক মোগলটুলী ও ছোট কাঠরা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে ১ কোটি ৭৭ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ এ জালের আনুমানিক মূল্য ৩৫ কোটি ৪০ লাখ টাকা। তবে অভিযানকালে জালের মালিককে পাওয়া যায়নি।
জব্দ করার পর আইনি ব্যবস্থা নিতে এ কারেন্ট জাল ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীরের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।