রোববার (১৫ অক্টোবর) সদরের খেয়াঘাট ও ভেদুরিয়া এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড।
জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয় এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেনেন্ট কমান্ডার ডিকসন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের পৃথক দু’টি দল কারেন্ট জাল ও মাছ জব্দ করে। মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
আরএ