রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, ছবি: বাংলানিউজ
কুড়িগ্রাম: নদ-নদী বিধৌত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতার প্রথমদিনে ইজলামারীর হাওয়ার তরীকে পরাজিত করে ঝালেরচরের হযরত শাহ্জালাল (রহ.) বিজয়ী এবং বামনের চরের মামা ভাগিনাকে পরাজিত করে যাদুরচরের ভাই ভাই নৌকা বিজয়ী হয়।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার কর্তিমারী নৌকা ঘাট এলাকায় মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ গোলাম হোসেন (এমপি) স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিউল আলম প্রমুখ।
মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ গোলাম হোসেন (এমপি) স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৬০টি নৌকার দল অংশগ্রহণ করবে। দশ রাউন্ড খেলা শেষে মঙ্গলবার (১৭ অক্টোবর) এ প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এফইএস/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।