রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লিটন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মনিরুল ইসলামের ছেলে।
লিটনের ভগ্নিপতি তোফায়েল আহমেদ জানান, লিটন গ্রামের বাড়িতে থাকেন। ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন তিনি। সকালে সায়দাবাদ এলাকায় রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনার নিহতের খবরটি আমাদের জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এজেডএস/আরআইএস/