ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিআরটিএ অফিসে ২ দালালের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ঝিনাইদহে বিআরটিএ অফিসে ২ দালালের জেল-জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালি করার অপরাধে দুই দালালকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- ঝিনাইদহ পৌর লক্ষীপুর এলাকার ফজলুল হক (৫০) ও শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের ওমর আলীর ছেলে শহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে বিআরটিএ অফিসে চিহ্নিত দুই দালাল ফজলুল হক ও শহিদুল দালালি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ফজলুল হককে সাতদিনের কারাদণ্ডাদেশ ও শহিদুলকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।  


বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।