রোববার ( ১৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার তরা এলাকার বাসিন্দা।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে রাস্তা পারাপার হওয়ার সময় মানিকগঞ্জমুখি বালুবাহী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন বসির চৌকিদার।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এএটি