ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ঘিওরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ট্রাক চাপায় বসির চৌকিদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার ( ১৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার তরা এলাকার বাসিন্দা।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে রাস্তা পারাপার হওয়ার সময় মানিকগঞ্জমুখি বালুবাহী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন বসির চৌকিদার।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।