দিবসটি উপলক্ষে রেবাবার (১৫ অক্টোবর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর আয়োজনে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, সমাজসেবা অফিসের কর্মকর্তা সাজ্জাদ পারভেজ প্রমুখ।
অপরদিকে দিবসটি উপলক্ষে ঝালকাঠিতেও র্যালি ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ বিদ্যালয়ে এসে শেষ হয়।
পরে বিদ্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমিন শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের রেজিস্ট্রার মো. আজাহার আলী, বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মাহাবুব আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমএস/এসএইচ