ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সখীপুরে মায়ের শাবলের আঘাতে আহত মাদকাসক্ত ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
সখীপুরে মায়ের শাবলের আঘাতে আহত মাদকাসক্ত ছেলের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে মায়ের শাবলের আঘাতে জুয়েল রানা (২৪) নামে আহত এক মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে জুয়েল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত।

নেশার টাকার জন্য তিনি এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপকর্ম করতেন। এছাড়াও নেশার টাকা না পেয়ে তার মাকেও মেরেছেন বহুবার। পরে অতিষ্ঠ হয়ে বছর খানেক আগে তার মা জামিরন জুয়েলকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তিন মাস জেল খেটে বেরিয়ে আসার পর শুরু হয় জুয়েলের ভয়ানক তাণ্ডব। ১১ অক্টোবর বুধবার সকাল ৭ টায় টাকার দাবিতে জুয়েল তার মায়ের প্রতি চড়াও হন। এসময় নিজেকে বাঁচাতে গিয়ে শাবল দিয়ে জুয়েলকে আঘাত করেন মা জামিরন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ১২ অক্টোবর সকালে তাকে ঢাকায় পাঠানো হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, জুয়েলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।