রোববার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
আলোচনায় অংশ নেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মুক্তিযেদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী প্রমুখ।
সভায় সাতক্ষীরা পৌরসভার কুকরালী এলাকার তিন নম্বর পানি শোধানাগার দ্রুত চালু করতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগ, শহরের খড়িবিলা মোজাফ্ফার গার্ডেন সড়ক নির্মাণ, গুণগতমান বজায় রেখে শহরের প্রধান সড়ক নির্মাণ ও মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও শহরের বাইপাস সড়কের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
এছাড়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়েও পর্যালোচনা করা হয় এসময়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআই