রোববার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার সেহারচর লাল খাঁ এলাকার কালাচান ফকির মাজার সংলগ্ন আবদুর রশিদ বেপারীর মালিকানাধীন নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন নির্মাণ কাজের ফোরম্যান নবী হোসেন (৪০), লিয়াকত হোসেন (৩৮) ও শাহীন (৩৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক শাহজালাল বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৪টায় প্রথমে নবী হোসেন ট্যাঙ্কের ভেতরে নামেন। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরে লিয়াকত ও শাহীনও নামেন। কিছুক্ষণ পর অন্য শ্রমিকেরা গিয়ে দেখে সেখানে তিন শ্রমিকের মরদেহ পড়ে আছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিমের কর্মীরা সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করেন।
মরদেহগুলো ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭/ আপডেট: ১৯০০ ঘণ্টা,
এএটি