রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছান।
সোমবার (১৬ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন আইওএম মহাপরিচালক।
এ সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আইওএম প্রধান সফর শেষে বুধবার (১৮ অক্টোবর) ফিরে যাবেন।
সর্বশেষ তথ্যানুযায়ী, ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে নৃশংস অভিযান শুরু করার পর এখন পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৫ হাজারেরও বেশি নিরীহ রোহিঙ্গা।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ অভিযানকে বলছে ‘জাতিগত নিধনযজ্ঞ’। কিন্তু মিয়ানমার সেনাবাহিনী বরাবরই এ অভিযোগ অস্বীকার করছে। তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে এখন বিশ্ব সম্প্রদায়ের ওপর চাপ বাড়ছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
কেজেড/এসএইচ