বাংলাদেশ শিশু একাডেমি ভোলা জেলা শাখার আয়োজনে সোমবার (১৬ অক্টোবর) সকালে শিশু একাডেমির হলরুমে শিশুদের মধ্যে জ্ঞান-জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, দেশাত্মবোধক জারিগান ও দলীয় নৃত্য (আঞ্চলিক) বিভাগে প্রতিযোগিতা হয়। এতে অংশ নেয় এসব বিভাগে ভোলার সাত উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সভায় উপস্থিত ছিলেন- ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, শিল্পী মনজুর আহমেদ, সাথী করঞ্জাই, অতনু করঞ্জাই, সাংবাদিক আমতাব রায় অপু ও তালহা তালুকদার বাঁধন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন জানান, জেলা পর্যায়ের বিজয়ীরা ১৯-২০ অক্টোবর আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ২৫-২৬ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে ২৭ অক্টোবর।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
এসআই